আপনার পরিবারের কোনও সদস্যের কাছে আগে থেকেই Spotify অ্যাকাউন্ট থাকলে, তিনি এর বদলে ফ্যামিলি অ্যাকাউন্ট ব্যবহার করা শুরু করতে পারবেন, এটি করলেও তিনি নিজের সবকিছু রেখে দিতে পারবেন
আপনার আগে থেকে থাকা অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ বা লগ ইন করুন।
আপনার সাথে বসবাসকারী পরিবারের সদস্যদের Premium-এ আমন্ত্রণ জানান।
পরিবারের সদস্যরা বাড়িতে বসে শুধু আমন্ত্রণ গ্রহণ করবেন এবং তাদের ঠিকানা নিশ্চিত করবেন, এরপরই তাদের ফ্যামিলি প্ল্যান চালু হয়ে যাবে। *
* ফ্যামিলি প্ল্যানের সদস্যদের Premium ফ্যামিলিতে যোগ দিতে হলে একই ঠিকানায় বসবাস করতে হবে।
প্রিমিয়াম ফ্যামিলিতে আমন্ত্রিত পরিবারের প্রতিটি সদস্য নিজস্ব প্রিমিয়াম অ্যাকাউন্ট পাবেন, তাই আপনারা প্রত্যেকে যখন খুশি নিজেদের পছন্দের মিউজিক চালাতে পারবেন। আপনাদেরকে একে অপরের লগ ইন বিবরণ ব্যবহার করতে বা Spotify অ্যাপে মিউজিক শোনার জন্য আলাদা আলাদা করে সময় নির্ধারিত করতে হবে না। এছাড়া, আপনারা এখন আলাদা আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করবেন, তাই মিউজিকের সাজেশনগুলো আপনার ব্যক্তিগত রুচি অনুসারে তৈরি করা হবে।
আপনার আগে থেকে থাকা প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে ফ্যামিলি অ্যাকাউন্টে আপগ্রেড করতে পারবেন এবং আপনার সেভ করা সব মিউজিক, প্লেলিস্ট এবং সাজেশন রেখে দিতে পারবেন।
যে ব্যক্তি ফ্যামিলি অ্যাকাউন্ট কিনবেন তিনি প্রতি মাসে ৩১৯.০০৳-এর একটি বিল পাবেন।
আপনি যেকোনও ডিভাইসে যেখানে খুশি Spotify শুনতে পারবেন।